15,000-20,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল

0

 


আজকে আপনাদের কে বলবো ১৫,০০০-২০,০০০ টাকায় সবচেয়ে সেরা মোবাইল কোনগুলো।আজকে ১৫,০০০-২০,০০০ টাকার  ১০ টি মোবাইল সম্পর্কে বলবো।

20000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ

best 5g phone under 20000

 

1. OnePlus Nord N100


OnePlus Nord N100

 price:

4GB+64GB= ৳ 19,990

OnePlus Nord N100 মোবাইল ফোনটি রিলিজ হয় November 11, 2020 তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.52 ইঞ্চির  IPS LCD 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution HD+ 720 x 1600  পিক্সেল।যা এই দামে মুটামোটি ভালো।ফোনটির ওজন 188 গ্রাম ।ফোনটির OS Version  Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa core, up to 1.8 GHz এবং GPU এ থাকছে Adreno 610  এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 460 (11 nm) ।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 4GB  রেম এবং 64GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে ট্রিপল 13+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, ইত্যাদি।এবং সেলফির জন্য 8 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য  full HD 1080p@30fps, 720p@240fps এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 18 ওয়ার্ডের ফাস্ট চার্জার। 

যদিও অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই মোবাইলটিতে দেওয়া সবকিছুই অনেক কম বা লো তবুও  আমি বলবো এই ফোনটি অনেক ভালো।কারন আমরা অনেকেই জানি apple iphone এর থেকে একটু পরের স্থানটি দখল করে আছে OnePlus এর মোবাইল গুলো।আইফোনের দিকটিই বিবেচনা করে দেখেন তারা কেমন টাকায় কেমন মোবাইল দেয়।আইফোনের 6GB রেমের একটি মোবাইলের দাম হয় ৳ 40,000+ ।আবার দেখুন আপনি ৳ 40,000+ টাকায় অন্য ব্র্যান্ডের 12GB বা 16GB রেমের মোবাইল কিনতে পারবেন।


2. Realme 7i



Realme 7i

 price:

8GB+128GB= ৳ 17,990


 Realme 7i মোবাইল ফোনটি রিলিজ হয় 2020, December তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.5 ইঞ্চির IPS LCD 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution720 x 1600 পিক্সেল।যা এই দামে মুটামুটি ঠিকঠাক আছে।ফোনটির ওজন 188 গ্রাম।ফোনটির OS Version  Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট।তবে বর্তমানে ভার্সন 11 চলে এসেছে ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে  Octa core, up to 2.0 GHz এবং GPU এ থাকছে  Adreno 610 এবং চিপসেট হিসেবে থাকছে   

Qualcomm Snapdragon 662 (11 nm) ।এই দামের মাঝে মুটামোটি ভালোই।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে  8GB রেম এবং   128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে  Quad 64+8+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, ইত্যাদি।এবং সেলফির জন্য 16 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।


আরও  পরুন


10,000-15,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021


20,000-25,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021


অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করুন 2021 (A-Z) সম্পূর্ন, বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সবকিছু বিস্তারিত ভাবে জানুন


খুব গুরুত্ব পূর্ন ১৫ টি এন্ড্রয়েড অ্যাপ-যে অ্যাপ গুলো প্রায় সবারিই প্রয়োজন হয়। 


Android Tips.অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ন ২০টি টিপস। 


অনলাইনে ইনকাম ২০২১ : অনলাইনে টাকা আয় করার ১০০% সঠিক উপায়


3. Infinix Note 10 Pro



Infinix Note 10 Pro

 price:

6GB+128GB= ৳ 17,990

8GB+256GB= ৳ 20,990


  Infinix Note 10 Pro মোবাইল ফোনটি রিলিজ হয় 2021, June 07    তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.95 ইঞ্চির  IPS LCD 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution FHD+ 1080 x 2460 পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির OS Version  Android 11।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে   Octa-core (2x2.05 GHz Cortex-A76 এবং GPU এ থাকছে  Mali-G76 MC4 এবং চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G95 (12 nm)  ।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 6GB ও 8GB  রেম এবং 128GB ও 256GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো রেম রম দিয়েছে।পিছনে ট্রিপল 64+8+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো  Quad-LED Flash, Panorama, HDR ইত্যাদি।এবং সেলফির জন্য 16 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য   4K@30fps, 1080p@30fps এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 33 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 33 ওয়ার্ডের ফাস্ট চার্জার।


4. Samsung Galaxy F41



Samsung Galaxy F41

 price:

6GB+64GB= ৳ 19,990

6GB+128GB= ৳ 20,990


  Samsung Galaxy F41 মোবাইল ফোনটি রিলিজ হয়  2020, October তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.4 ইঞ্চির  Super AMOLED  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution FHD  1080 x 2340 পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির ওজন 191 গ্রাম ।ফোনটির OS Version  Android 11 ।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে  Octa-core (4x2.3 GHz Cortex-A73  এবং GPU এ থাকছে  Mali-G72 MP3 এবং চিপসেট হিসেবে থাকছে Exynos 9611 (10nm) ।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 6GB  রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে ট্রিপল 64+8+5 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো LED Flash, Panorama, HDR  ইত্যাদি।এবং সেলফির জন্য 32 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য  4K@30fps, 1080p@30fps  এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 6000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 15 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 15 ওয়ার্ডের ফাস্ট চার্জার।


এগুলোও পরতে পারেন

0-10,000 টাকার সকল মোবাইল 

  10,000-20,000 টাকার সকল মোবাইল 

  20,000-30,000 টাকার সকল মোবাইল 

 30,000-40,000 টাকার সকল মোবাইল 

  40,000-50,000 টাকার সকল মোবাইল 

 50,000-60,000 টাকার সকল মোবাইল 

60,000  টাকার  উপরে সকল মোবাইল 

সকল  মোবাইল রিভিও

সেরা সকল মোবাইল

ক্যামেরার জন্য বিখ্যাত সকল মোবাইল

গেমিং সকল মোবাইল


5. Xiaomi Poco X3



Xiaomi Poco X3

 price:

6GB+64GB= ৳ 19,990

8GB+128GB= ৳ 22,990


 Xiaomi Poco X3 মোবাইল ফোনটি রিলিজ হয়   September 8, 2020 তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.67 ইঞ্চির  IPS LCD 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution  1080 x 2400 পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির ওজন 225 গ্রাম ।ফোনটির OS Version  Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে  Octa-core (2x2.3 GHz Kryo 470 Gold এবং GPU এ থাকছে   Adreno 618 এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm SM7150-AC Snapdragon 732G (8 nm) ।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 6GB ও 8GB  রেম এবং 64GB ও 128GB  রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে 64+13+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো  LED Flash, Panorama, HDR  ইত্যাদি।এবং সেলফির জন্য 20 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য    4K@30fps, 1080p@30/120fps, 720p@960fps এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 6000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 33 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 33 ওয়ার্ডের ফাস্ট চার্জার।


6. Samsung Galaxy M31



Samsung Galaxy M31

 price:

4GB+64GB= ৳ 19,990

6GB+128GB= ৳ 22,990


  Samsung Galaxy M31 মোবাইল ফোনটি রিলিজ হয় 2020, March  তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.4 ইঞ্চির  Super AMOLED 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution 1080 x 2340  পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির ওজন 191 গ্রাম ।ফোনটির OS Version  Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে   Octa-core (4x2.3 GHz Cortex-A73  এবং GPU এ থাকছে  Mali-G72 MP3 এবং চিপসেট হিসেবে থাকছে  Exynos 9611 (10nm) ।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 6GB ও 8GB রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে 64+8+5+5 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো  LED Flash, Panorama, HDR ইত্যাদি।এবং সেলফির জন্য 32 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য  2160p@30fps, 1080p@30fps  এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 6000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 15 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 15 ওয়ার্ডের ফাস্ট চার্জার।




7. Realme V5 5G



Realme V5 5G

 price:

6GB+128GB= ৳ 18,500

8GB+128GB= ৳ 23,500


 Realme V5 5G মোবাইল ফোনটি রিলিজ হয়    তারিখে।ফোনটিতে 3G, 4G ও 5G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.52 ইঞ্চির  IPS LCD 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution 1080 x 2400 পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির ওজন 194 গ্রাম ।ফোনটির OS Version  Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে  Octa-core 2x2.0 GHz Cortex-A76  এবং GPU এ থাকছে  Mali-G57 MC3 এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 720 5G (7 nm)  ।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 6GB ও 8GB  রেম এবং 128GB ও রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে 48+8+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে। এবং সেলফির জন্য 16 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।ক্যামেরাটির ফিচার হলো  LED Flash, Panorama, HDR ইত্যাদি।।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য   4K@30fps, 1080p@30/60/120fps এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 30 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 30 ওয়ার্ডের ফাস্ট চার্জার।এবং  30 ওয়ার্ডের ফাস্ট চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে 65 মিনিট সময় লাগবে মাত্র।


8. Xiaomi Redmi 10



Xiaomi Redmi 10

 price:

4GB+64GB= ৳ 17,990

6GB+128GB= ৳ 19,990


 Xiaomi Redmi 10 মোবাইল ফোনটি রিলিজ হয়   2021, August তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.5 ইঞ্চির  IPS LCD 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution  1080 x 2400  পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির ওজন 181 গ্রাম ।ফোনটির OS Version  Android 11।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে  Octa-core (2x2.0 GHz Cortex-A75 এবং GPU এ থাকছে  Mali-G52 MC2 এবং চিপসেট হিসেবে থাকছে  MediaTek Helio G88 (12nm)।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 4GB ও 6GB  রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে  Quad 50+8+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো LED Flash, Panorama, HDR   ইত্যাদি।এবং সেলফির জন্য 8 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য  1080p@30fps   এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 18 ওয়ার্ডের ফাস্ট চার্জার।


9. Xiaomi Redmi Note 9



Xiaomi Redmi Note 9

 price:

4GB+64GB= ৳ 18,990

4GB+128GB= ৳ 19,990

6GB+128GB= 21,999


 Xiaomi Redmi Note 9 মোবাইল ফোনটি রিলিজ হয়  2020, May তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.53 ইঞ্চির  IPS LCD 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution  1080 x 2340 পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির ওজন 1999 গ্রাম ।ফোনটির OS Version  Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core 2x2.0 GHz Cortex-A75  এবং GPU এ থাকছে  Mali-G52 MC2 এবং চিপসেট হিসেবে থাকছে  MediaTek Helio G85 (12nm)।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 3GB ও 4GB  রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে Quad 48+8+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো  LED Flash, HDR, Panorama ইত্যাদি।এবং সেলফির জন্য 13 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য  1080p@30fps  এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5020 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 18 ওয়ার্ডের ফাস্ট চার্জার।


10. Samsung Galaxy F22



Samsung Galaxy F22

 price:

4GB+64GB= ৳ 18,499

6GB+128GB= ৳ 21,990


  Samsung Galaxy F22 মোবাইল ফোনটি রিলিজ হয়  2021, July তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.4 ইঞ্চির  Super AMOLED 90Hz refresh  Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution HD+ 720 x 1600  পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির ওজন 203গ্রাম ।ফোনটির OS Version  Android 11।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে  Octa-core (2x2.0 GHz Cortex-A75 এবং GPU এ থাকছে  Mali-G52 MC2 এবং চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G80 (12 nm) ।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 4GB ও 6GB  রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে Quad 48+8+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো   LED Flash, Panorama, HDR ইত্যাদি।এবং সেলফির জন্য 13 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য  1080p@30fps  এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 6000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 15 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 15 ওয়ার্ডের ফাস্ট চার্জার।


আমাদের পরামর্শ:

উপরে দেওয়া ১০ টি মোবাইল সম্পর্কে আমি সংখিপ্তভাবে বলেছি।এবং আমি চেস্টা করেছি সবচেয়ে ভালো মোবাইল গুলো তুলে ধরতে।এই ১০ টি মোবাইলের মাঝে যদি আপনার কোনো মোবাইল পছন্দ হয় এবং কিনার জন্য মনস্থির করে থাকেন।তাহলে আমার উপদেশ থাকবে, আপনি মোবাইলটি কেনার আগে অবস্যই আপনার পছন্দ করা মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।এজন্য আপনি Youtube এ আপনার পছন্দ করা মোবাইলটির আনবক্সিং এবং মোবাইলটির ভালো ও মন্দ দিক সম্পর্কে পুরোপুরি জেনে নিবেন।এবং খেয়াল রাখবেন, আমি মোবাইলগুলোর যে প্রাইস দিয়েছে মার্কেটে আপনি এর থেকে অন্তত দুই থেকে তিন হাজার টাকা কমেই পেয়ে যাবেন।যদি দুকানধাররা আমার দেওয়া প্রাইসের চেয়ে বেশি দাম চাইতে পারে।আপনি অবস্যই দাম যাচাই দিয়ে মোবাইল কিনবেন।এবং মোবাইল কেনার সময় আবস্যই মোবাইলের IMEI টি চেক করে দেখবেন এটি  বিটিআরসির ডাটাবেইজে আছে কিনা।যদি থাকে তাহলে মনে করবেন মোবাইলটি বৈধ।এবং কিনে নিবেন।


Related keyword

vivo mobile price 15000 to 20000 in bangladesh,Best camera phone under 20000 in Bangladesh 2021,20000 price Mobile in Bangladesh,15000 price Mobile in bangladesh,Best gaming phone under 20000 in Bangladesh,samsung mobile price 15000 to 20000 in bangladesh,Best phone under 15000 in Bangladesh 2022,best phone under 20000 in bangladesh 2022,Best phone under 20000 in Bangladesh 2021,Best gaming phone under 20000 in Bangladesh 2021,15000 to 20000 mobile phone in Bangladesh 2021,best phone under 18000 in bangladesh 2021,Oppo mobile price 15000 to 20000 in Bangladesh,xiaomi mobile price 10000 to 15000 in bangladesh,15000 price mobile in bangladesh

searches,15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ 2021,15000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ,১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২১,২০ হাজার টাকার মধ্যে সেরা ফোন,১৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২১,12 হাজার টাকার মোবাইল,১৫০০০ টাকার মধ্যে ভালো মানের পাবজি খেলার অফিশিয়াল ফোন,কম দামে ভালো ফোন ২০২১


Post a Comment

0Comments
Post a Comment (0)