ব্লাগারের সেরা ২০০ ফ্রি থিমের তালিকায় সেরায় ১ম যে থিম।অবাক করা একটি থিম

0

 আসসালামু আলাইকুম।বন্ধুরা কেমন আছো সবাই? আশাকরি অনেক ভালো।তোমাদের দোয়ায় আমিও ভালই আছি।


seo spot blogger template


আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এমন একটি ফ্রি ব্লগার থিম, যা অ্যাডস্যান্স অ্যাপ্রোভাল, রেসপনসিভ ও মোবাইল ফ্রেন্ডলি থিম।ব্লগার সাইটের জন্য যে কয়টা সেরা থিম আছে তার প্রায় ২০০ থিমের  তালিকায় আমার এই থিমটি সবচেয়ে বেশি ভাল লেগেছে।আমার ওয়েবসাইটে সেরা সব থিম গুলো ব্যবহার করেছি।তার মধ্যে প্রায় সবগুলোতেই কোন না কোন সীমাবদ্ধতা লক্ষ  করেছি।যে কারনে থিমটি পরিবর্তন করেছি।অনেক বড় বড় ওয়েবসাইট ও ওয়ার্ডপ্রেসের তৈরি কিছু ওয়েবসাইট রয়েছে , যে গুলো দেখলে সুধু আফসোস হতো, যে কিভাবে আমার ওয়েবসাইট টা ঐ রকম সুন্দর করবো।কিন্তু দুঃখের বিষয় যে ব্লগারের ফ্রিতে সেরা নামে যে থিম গুলো প্রচলিত সেগুলো দিয়ে এতটা ভালো করে সাইট তৈরি করা যায় না।কিছু ফ্রি ব্লগার থিম আছে, যে গুলো দিয়ে মুটামুটি ভাল করে ওয়েবসাইট সাজানো যায়।কিন্তু হয়তো সেগুলো মোবাইল ফ্রেন্ডলি হয় না অথবা স্পিড কমে যায়।এসব দিক বিবেচনা করে খুজে খুজে এমন একটি থিম পেয়েছি, যা সত্যিই অসাধারন।এমন কি থিমটির সব ফিচারস ও হাই স্পিড লোড দেখে আমি অবাক হয়েছি।থিমটি আমি ব্যাবহার করছি।অনেক ভালো একটি থিম।


থিমটির নাম হলোঃ SEO Spot Default Free Version


SEO Spot থিমটি আমার কাছে সেরা।সুধু তাই না, আমি ১০-১২ বার বিভিন্ন থিম ব্যাবহার করে অ্যাডস্যান্সের জন্য এপলাই করেছিলাম।কিন্তু প্রতি বার রিজেক্ট হয়েছি।তারপর আমি আমার ওয়েবসাইটটিতে তিনটি বিকল্প অ্যাড নেটওয়ার্কের অ্যাড ব্যবহার করেছি।এবং ঐ এড গুলো সাইটে  থাকা কালে SEO Spot থিমটি ব্যবহার করে আবার অ্যাডস্যান্সের জন্য এপলাই করি।তখন অ্যাপ্রুভাল পাই।অ্যাডস্যান্স আবেদনের সময় আমার সাইটে কোন প্রকার পেজ বা মেনুবার বা কোনো প্রকার সাজানো ছিল না।একদম ছিম্পল ছিল।তবুও তারা অ্যাপ্রুভ করে দিয়েছিল।


নতুন ব্লগার বা ইউটিউবারদের জন্য একটি কথা, অ্যাডস্যান্সের জন্য কোনো টেনসন করবেন না।কয়েকদিন আগে আর পরে অ্যাপ্রুভাল পাবেনি।আপনার যদি যথেষ্ট ইউনিক ভিজিটর থাকে তবে অবস্যই অ্যাডস্যান্স পাবেন।এর জন্য কোনো নিয়ম না মানলেও চলবে।প্রমান সরুপ এই সাইট টাই ধরুন।


থিমটির বিষয়ে আর বিস্তারিত বললাম না।আপনারা প্রিভিও সহ থিমটির সবকিছু ভাল করে দেখে নিবেন। 


থিমটির লাইভ প্রিভিউ দেখতে, এখানে ক্লিক করুন


থিমটি ডাউনলোড করতে, এখানে ক্লিক করুন


আশাকরি থিমটি আপনার ভালো লাগবে।থিমটি কেমন লাগলো অবস্যই কমেন্টে বলবেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)