Realme C51 12,000 টাকার মধ্যে একটি মোবাইল ফোন (Realme C51 is a mobile phone under 12,000 Tk.)
Post Tag
12000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ,Best phone under 15000 in Bangladesh 2023,১৫০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩,Best gaming phone under 15000 in Bangladesh 2023,best camera phone under 15000 in bangladesh 2023,10000 to 15000 mobile phone in bangladesh 2023,Realme C51 Full phone specifications, Realme C51 Price, Realme C51 মোবাইল দাম কত, Realme C51 মোবাইল বাংলাদেশ প্রাইস,15000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন,Realme C51 prise in bd
Official Price:
4GB+64GB- 12,000 Taka
![]() |
Realme C51 |
1. মুক্তির তারিখঃ (Release date)
Realme C51 মোবাইল ফোনটি রিলিজ হয় 31 July 2023 তারিখে।
2. নেটওয়ার্কঃ (Network)
ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক সাপোর্টেড।যা এই দামে অনেক ভালো।
3. ডিসপ্লেঃ (Display)
ফোনটিতে 6.7 ইঞ্চির IPS LCD Touchscreen Display দেওয়া হয়েছে।যা এই দামে মুটামুটি ভালো।
ফোনটির ডিসপ্লে 720 x 1600 pixels পিক্সেল।যা এই দামে মুটামটি ভালো।
4. ওজনঃ (Weight)
ফোনটির ওজন 186 গ্রাম ।যা, মোটামোটি ঠিকঠাক আছে।এবং যথেষ্ট হালকা, যার ফলে ব্যাবহারে কোনো অসুবিধার সৃষ্টি করবে না।
5. ভার্সনঃ (Version)
ফোনটির OS Version Android 13।যা কিনা বর্তমান সময়ের জন্য সবচেয়ে ভালো।
6. প্রসেসরঃ (Processor)
ফোনটিতে প্রসেসর হিসেবে Octa-core (2x1.8 GHz Cortex-A75 দেওয়া হয়েছে।এই দামের মাঝে বেসি ভালো না।তবে চলে।cortex ঠিক যথেষ্ট ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু মুটামুটি ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।
7. জিপিইউঃ (GPU)
ফোনটিতে GPU হিসেবে থাকছে Mali-G57
- 64 bit ।এই দামে অনেক ভালো।
8. চিপসেটঃ (Chipset)
ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Realme UI T ।এই দামে সেরা।
9. র্যামঃ (Ram)
ফোনটিতে 4GB রেম ।দাম অনুযায়ী যথেষ্ট ভালো রেম দেওয়া হয়েছে।
10. রোমঃ ( Rom)
64GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালো।
11. পিছনের ক্যামেরাঃ (Rear camera)
পিছনে 50+0.3 MP ক্যামেরা সেটাপ রয়েছে।
ক্যামেরাটির ফিচার হলো LED Flash, Exposure compensation, ISO control, ইত্যাদি।
ভিডিও রেকর্ডিং করার জন্য 1080p@30/60fps, 720p@30fps, gyro-EIS এর সুবিধা রয়েছে।
পিছনের সর্বোচ্চ কেমেরা ভালো দেওয়া হয়েছে।যা অনেক ভালো ছবি তুলতে সক্ষম।
12. সামনের ক্যামেরাঃ (Front camera)
এবং সেলফির জন্য 5 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
ক্যামেরাটির ফিচার হলো Front portrait blur, Time-lapse photography, Front Panorama, Beauty, HDR, ইত্যাদি।
ভিডিও রেকর্ডিং করার জন্য 720p@30fps এর সুবিধা রয়েছে।সেলফির জন্য মুটামুটি ভালো একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
13. ব্যাটারিঃ (Battery)
ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 33W ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 33W ওয়ার্ডের ফাস্ট চার্জার।দাম অনুযায়ী সর্বোচ্চ ভালো একটি ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ফাস্ট চার্জিং সুবিধাও অনেক ভালো।
সিদ্ধান্তঃ (Decision)
বর্তমানে 12000 টাকা দামের মধ্যে মোবাইলটি মোটামোটি অনেক ভালোই।তাছাড়া যথেষ্ঠ ফিচার্জসহ মোবাইলটি পাওয়া যাচ্ছে।এটি বর্তমান বাজারে আসা মোবাইল গুলোর মধ্যে বাছাই করা শীর্ষ স্থানীয় একটি মোবাইল।বিশেষ করে ক্যামেরার জন্য টপে আছে।
তো মোবাইলটি আপনার ভালো লাগলে নির্দিধায় কিনে ফেলতে পারেন।
আমাদের পরামর্শঃ (Our advice:)
উপরে দেওয়া মোবাইল সম্পর্কে আমি সংখিপ্তভাবে বলেছি।এই মোবাইলটি যদি আপনার পছন্দ হয় এবং কিনার জন্য মনস্থির করে থাকেন।তাহলে আমার উপদেশ থাকবে, আপনি মোবাইলটি কেনার আগে অবস্যই আপনার পছন্দ করা মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।এজন্য আপনি Youtube এ আপনার পছন্দ করা মোবাইলটির আনবক্সিং এবং মোবাইলটির ভালো ও মন্দের বাস্তব ব্যবহারিক দিক সম্পর্কে পুরোপুরি জেনে নিবেন।এবং খেয়াল রাখবেন, আমি মোবাইলটার যে প্রাইস দিয়েছে মার্কেটে আপনি এর থেকে অন্তত দুই থেকে তিন হাজার টাকা কমেই পেয়ে যাবেন।যদিও দুকানধাররা আমার দেওয়া প্রাইসের চেয়ে বেশি দাম চাইতে পারে।আপনি অবস্যই দাম যাচাই করে মোবাইল কিনবেন।এবং মোবাইল কেনার সময় আবস্যই মোবাইলের IMEI টি চেক করে দেখবেন এটি বিটিআরসির ডাটাবেইজে আছে কিনা।যদি থাকে তাহলে মনে করবেন মোবাইলটি বৈধ।এবং কিনে নিবেন।ধন্যবাদ!