পারকিনসন রোগের লক্ষন , কারন ও প্রতিকার জেনে নিন

0

 


Parkinson's disease


পারকিনসন রোগ ( Parkinson's disease ) 


পারকিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা , যেখানে হাতে ও পায়ের কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগীর নড়াচড়া , হাঁটাহাঁটি করতে সমস্যা হয় । এ রোগ সাধারণত 50 বছর বয়সের পরে হয় । তবে ব্যতিক্রম হিসেবে যুবক - যুবতীদেরও হতে পারে । এই ক্ষেত্রে রোগটি তার বংশে রয়েছে বলে ধরা হয় ।


 স্নায়ুকোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে , যার একটি হলো ডোপামিন । ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে । পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় । ডোপামিন ছাড়া ঐ স্নায়ু কোষগুলো পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না । ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায় । বয়স বাড়ার সাথে সাথে পারকিনসনের কারণে রোগীর মাংসপেশি আরও অকার্যকর হয়ে উঠে , ফলে রোগীর চলাফেরা , লেখালেখি ইত্যাদি কাজ করা কষ্টকর হয়ে পড়ে ।


 পারকিনসন রোগ সাধারণত ধীরে ধীরে প্রকট রূপে দেখা দেয় । প্রাথমিক অবস্থায় রোগী হালকা হাত বা পা কাঁপা অবস্থায় থাকে । ফলে চলাফেরা বিঘ্নিত হয় । এছাড়াও চোখের পাতার কাঁপুনি , কোষ্ঠকাঠিন্য , খাবার গিলতে কষ্ট হওয়া , সোজাসুজি হাঁটার সমস্যা , কথা বলার সময় মুখের বাচনভঙ্গি না আসা অর্থাৎ মুখ অনড় থাকা মাংসপেশিতে টান পড়া বা ব্যথা হওয়া , নড়াচড়ায় কষ্ট হওয়া , যেমন চেয়ার থেকে উঠা কিংবা হাঁটতে শুরু করার সময় অসুবিধে হওয়া— এই ধরনের নানা উপসর্গ দেখা দিতে শুরু করে । 


ডাক্তারের পরামর্শে নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ , পরিমিত খাদ্য গ্রহণ এবং সুশৃঙ্খল জীবন যাপন করার মাধ্যমে রোগী অনেকটা সুস্থ থাকে । -

Post a Comment

0Comments
Post a Comment (0)