আজকে আপনাদের কে বলবো ১০,০০০-১৫,০০০ টাকায় সবচেয়ে সেরা মোবাইল কোনগুলো।আজকে ১০,০০০-১৫,০০০ টাকার ১০ টি মোবাইল সম্পর্কে বলবো।তো চলুন সুরু করা যাক।
1. Samsung Galaxy M21
Samsung Galaxy M21
price:
4GB+64GB= ৳ 14,990
6GB+128GB= ৳ 16,990
Samsung Galaxy M21 মোবাইল ফোনটি রিলিজ হয় 2021, July তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.4 ইঞ্চির Super AMOLED Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution 1080 x 2340 পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।ফোনটির ওজন 192 গ্রাম ।ফোনটির OS Version Android 11।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core (4x2.3 GHz Cortex-A73 এবং GPU এ থাকছে Mali-G72 MP3 এবং চিপসেট হিসেবে থাকছে Exynos 9611 (10nm) ।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 4GB ও 6GB রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে যথেষ্ঠ ভালো।পিছনে ট্রিপল 48+8+5 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, ইত্যাদি।এবং সেলফির জন্য 20 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য 4K@30fps, 1080p@30fps, 720p@240fps এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 6000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 15 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 15 ওয়ার্ডের ফাস্ট চার্জার।
2. Lenovo K12 Pro
Lenovo K12 Pro
price:
4GB+64GB= ৳ 13,990
4GB+128GB= ৳ 14,990
Lenovo K12 Pro মোবাইল ফোনটি রিলিজ হয় 2020, December তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.8 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution720 x 1640 পিক্সেল।যা এই দামে মুটামুটি ঠিকঠাক আছে।ফোনটির ওজন 221 গ্রাম।যা স্বাভাবিক মোবাইলের তুলনায় একটটু ভারি।মোবাইলটি ভারি হওয়া পিছনেও যথেষ্ঠ কারন আছে।কেনা মোবাইলটিতে ব্যাবহার করা হয়েছে 6000 mAh এর একটি বড় ব্যাটারি যে কারনে ফোনটি একটু ভারি।ফোনটির OS Version Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট।তবে বর্তমানে ভার্সন 11 চলে এসেছে ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core (4x2.0 GHz Kryo 260 Gold এবং GPU এ থাকছে Adreno 610 এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm SM6115 Snapdragon 662 (11 nm)।এই দামের মাঝে মুটামোটি ভালোই।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 4GB রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে ট্রিপল 64+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, ইত্যাদি।এবং সেলফির জন্য 16 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30/60fps এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 6000 mAh এর একটি বিশল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 20 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
আরও পরুন
5000-10,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021
15,000-20,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021
খুব গুরুত্ব পূর্ন ১৫ টি এন্ড্রয়েড অ্যাপ-যে অ্যাপ গুলো প্রায় সবারিই প্রয়োজন হয়।
Android Tips.অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ন ২০টি টিপস।
অনলাইনে ইনকাম ২০২১ : অনলাইনে টাকা আয় করার ১০০% সঠিক উপায়
3. Tecno Camon 16 Pro
Tecno Camon 16 Pro
price:
6GB+128GB= ৳ 16,990
Tecno Camon 16 Pro মোবাইল ফোনটি রিলিজ হয় October , 2020 তারিখে।ফোনটি বর্তমানে বাজারে রয়েছে।ফোনটির দাম ৳ 16,990 হলেও আপনি বাংলাদেশের মার্কেটে মাত্র 15,000 টাকায় কিনতে পারবেন।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটিতে থাকছে বাম পান্চহোল সহ 6.8 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution720 x 1640 পিক্সেল।যা এই দামে মুটামুটি ঠিকঠাক আছে।ফোনটির OS Version Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট।তবে বর্তমানে ভার্সন 11 চলে এসেছে ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core, 2 GHz এবং চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G70 (12 nm) ।এই দামের মাঝে ভালোই।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 6GB রেম এবং 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে সব চেয়ে সেরা।পিছনে কুয়াড 64+8+2+AI MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, night mode, ইত্যাদি।এবং সেলফির জন্য ডুয়াল 16+AI MP ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30fpt এবং 2k এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
4. Tecno Camon 16
Tecno Camon 16
price:
6GB+128GB= ৳ 14,990
মোবাইল ফোনটি রিলিজ হয় October, 2020 তারিখে।ফোনটি বর্তমানে বাজারে রয়েছে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটিতে থাকছে বাম পান্চহোল সহ 6.8 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution720 x 1640 পিক্সেল।যা এই দামে মুটামুটি ঠিকঠাক আছে।ফোনটির OS Version Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট।তবে বর্তমানে ভার্সন 11 চলে এসেছে ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core, 2 GHz এবং GPU হিসাবে থাকছে Mali-G52 MC2 এবং চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G70 (12 nm)।এই দামের মাঝে অনেক ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 6GB রেম এবং 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে কুয়াড 48+2+2+AI MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, night mode, ইত্যাদি।এবং সেলফির জন্য 16 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30fpt এবং 2k এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
আরও পরুন
ক্যামেরার জন্য বিখ্যাত ৫টি মোবাইল
10,000-15,000 টাকায় সেরা ৫টি গেমিং মোবাইল
5. Xiaomi Poco M2
Xiaomi Poco M2
price:
4GB+64GB= ৳ 14,990
Xiaomi Poco M2 মোবাইল ফোনটি রিলিজ হয় April 21, 2021 তারিখে।ফোনটি বর্তমানে বাজারে রয়েছে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.53 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution
1080×2340 পিক্সেল।যা এই দামে সেরা। ফোনটির ওজন 198 গ্রাম।ফোনটির OS Version Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট।তবে বর্তমানে ভার্সন 11 চলে এসেছে ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa core, up to 2.0 GHz এবং GPU এ থাকছে Mali-G52 MC2 এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G80 (12 nm)।এই দামের মাঝে সেরা।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে, 4GB, 6GB রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে কোয়াড 13+8+5+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode,night mode ইত্যাদি।এবং সেলফির জন্য 8 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30fpt এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
6.Vivo Y20
Vivo Y20
price:
4GB+64GB= ৳ 13,990
Vivo Y20 মোবাইল ফোনটি রিলিজ হয় January 13, 2021 তারিখে।ফোনটি বর্তমানে বাজারে রয়েছে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.8 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution720 x 1600 পিক্সেল।যা এই দামে মুটামুটি ঠিকঠাক আছে।ফোনটির ওজন 192 গ্রাম।ফোনটির OS Version Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট।তবে বর্তমানে ভার্সন 11 চলে এসেছে ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core, 2.35 GHz এবং GPU হিসেবে থাকছে PowerVR GE8320 এবং চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio P35 (12 nm) ।এই দামের মাঝে অনেক শক্তিশালি একটা প্রসেসর দিয়েছে।।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 4GB রেম এবং 64GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে ট্রিপল 13+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে। ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, ইত্যাদি।এবং সেলফির জন্য 8 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30fpt এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 10 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
7. Infinix Note 8i
Infinix Note 8i
price:
4GB+64GB= ৳ 13,990
Infinix Note 8i মোবাইল ফোনটি রিলিজ হয় November 15, 2020 তারিখে।ফোনটি বর্তমানে বাজারে রয়েছে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.78 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution720 x 1640 পিক্সেল।যা এই দামে মুটামুটি ঠিকঠাক আছে।ফোনটির OS Version Android 10।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট।তবে বর্তমানে ভার্সন 11 চলে এসেছে ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core, 2.0 GHz এবং GPU হিসেবে থাকছে Mali-G52 MC2 এবং চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G80 (12 nm) ।এই দামের মাঝে মোটামুটি ভালোই তবে চিপসেট টা অনেক ভালো দিয়েছে।যেটা দিয়ে যেকোন অ্যন্ড্রয়েড গেম হাই লেভেলে খেলতে পারবেন অনায়াসে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 6GB রেম এবং 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে কয়াড 48+2+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, ইত্যাদি।এবং সেলফির জন্য 8 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30fpt এবং 2k এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5200 mAh এর একটি শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
আরও পরুন
8. Tecno Pova 2
Tecno Pova 2
price:
4GB+64GB= ৳ 13,990
Tecno Pova 2 মোবাইল ফোনটি রিলিজ হয় 2021, June তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.9 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution 1080 x 2460 পিক্সেল।যা এই দামে অনেক ভালো বা সেরা।ফোনটির OS Version Android 11।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core, 2.0GHz cortex A75 এবং GPU হিসেবে থাকছে Mali-G52 MC2 এবং চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G85 (12 nm) ।এই দামের মাঝে সেরা প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 4GB ও 6GB রেম এবং 64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে কোয়াড 48+2+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, night mode ইত্যাদি।এবং সেলফির জন্য 8 MP এর একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30fpt এবং 2k এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 7000 mAh এর একটি শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
এগুলোও পরতে পারেন
10,000-20,000 টাকার সকল মোবাইল
20,000-30,000 টাকার সকল মোবাইল
30,000-40,000 টাকার সকল মোবাইল
40,000-50,000 টাকার সকল মোবাইল
50,000-60,000 টাকার সকল মোবাইল
ক্যামেরার জন্য বিখ্যাত সকল মোবাইল
9. Realme Q3i 5G
Realme Q3i 5G
price:
4GB+128GB= ৳ 13,990
6GB+128GB= ৳ 14,990
Realme Q3i 5G মোবাইল ফোনটি রিলিজ হয় 2021, April তারিখে।ফোনটিতে 3G, 4G ও 5G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.5 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution 1080 x 2400 পিক্সেল।যা এই দামে সেরা।ফোনটির ওজন 185 গ্রাম।ফোনটির OS Version Android 11।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core,4x2.2 GHz Cortex-A76 এবং GPU হিসেবে থাকছে Mali-G57 MC2 এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek MT6833 Dimensity 700 5G (7 nm)।এই দামের মাঝে ভালোই।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 4GB ও 6GB রেম এবং 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে ট্রিপল 48+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode, night mode ইত্যাদি।এবং সেলফির জন্য 16 MP'র একটি ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30fpt এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
10. Samsung Galaxy F12
Samsung Galaxy F12
price:
4GB+64GB= ৳ 13,990
Samsung Galaxy F12 মোবাইল ফোনটি রিলিজ হয় 2021, April তারিখে।ফোনটিতে 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্টেড।ফোনটি 6.5 ইঞ্চির Hd+IPS LCD Display সহ এসেছে।ফোনটির ডিসপ্লে Resolution720 x 1600 পিক্সেল।যা এই দামে মুটামুটি ঠিকঠাক আছে।ফোনটির ওজন 221 গ্রাম।ফোনটির OS Version Android 11।যা কিনা বর্তমান সময়ের জন্য পার্ফেক্ট ।ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Octa-core, 2.0 GHz এবং GPU হিসেবে থাকছে Mali-G52 এবং চিপসেট হিসেবে থাকছে Exynos 850 (8nm) ।এই দামের মাঝে সেরা।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।ফোনটিতে 3 GB, 4 GB, 6 GB রেম এবং 32 GB, 64 GB, 128 GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে ভালোই।পিছনে কোয়াড 48+8+5+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো autofocus, LED flash, portrait mode,night mode ইত্যাদি।এবং সেলফির জন্য ডুয়াল 8 MP ক্যামেরা দেওয়া হয়েছে।এবং ভিডিও রেকর্ডিং full HD 1080p@30fpt এর সুবিধা রয়েছে।ফোনটির ব্যাকাপের জন্য 6000 mAh এর একটি শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 15 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।
Related keyword
Best gaming phone under 15000 in Bangladesh 2021,Best phone under 10000 in Bangladesh 2021,Best gaming phone under 15000 in Bangladesh 2021,Best phone under 14000 in Bangladesh 2021,Best phone under 10000 in Bangladesh 2021,15000 price mobile in bangladesh,Best gaming phone under 15000 in Bangladesh 2021,xiaomi mobile price 10000 to 15000 in bangladesh,Best phone under 10000 in Bangladesh 2021,mobile 10000 to 15000 amazon,mobile 10000 to 15000 @ flipkart,Samsung phone range between 10000 to 15000,samsung phone 10000 to 12000 price in bangladesh,৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ,10000 টাকার মধ্যে ভালো ফোন,১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ,কম দামে ভালো ফোন 2021 বাংলাদেশ,12 হাজার টাকার মোবাইল,১৩ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২০ বাংলাদেশ,xiaomi mobile price 10000 to 15000 in bangladesh,১৪ হাজার টাকার মোবাইল