মানুষের যদি লেজ থাকত!কেমন হত?অদ্ভূত কিছু কথা!

0

 মানুষের যদি লেজ থাকত! তাহলে সেটা কেমন হতো?আর আমরা কীভাবে সেটা ব্যবহার করতাম?

মানুষের লেজ থাকলে জীবন কেমন হতো?এখনকার চেয়ে কি ভালো?

লেজযুক্ত মানুষ


প্রাচীনকাল থেকেই বিশ্বজুড়ে কত অদ্ভুত গল্প সুনা যায়, যে গল্পে লেজ ওলা মানুষের কথা বলা হয়েছে।যদি গল্পে না হয়ে সত্যিই লেজ থাকতো তাহলে কেমন হতো?আপনি কল্পনাও করতে পারছেন না যে,সাধারন একটি লেজ মানুষের থাকলে জীবন কেমন হতো?


বিজ্ঞানীদের ধারনাঃআজ থেকে প্রায় 25 মিলিয়ন বা 25,000,000 বছর আগে  মানুষ একপ্রকার বানর  ছিল এবং তাদের লেজও ছিল।এরপর বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বানর সোজা হতে থাকে এবং সরীরের লোম ও লেজ কমতে থাকে।এবং এক সময় লেজ সম্পূর্ন পড়ে যেয়ে আজকের মানুষের সৃষ্টি হয়।এটা বিজ্ঞানের ধারনা হলেও আমি বিশ্বাস করি না।কারনঃ ইসলাম ধর্ম অনুযায়ী, পৃথিবীর প্রথম মানব আদম (আঃ) ।সে ছিল পূর্নাঙ্গ একজন মানুষ।এবং তার সৃষ্টি এ পৃথিবীতে হয়নি।তাকে প্রাপ্ত বয়ষ্ক করে পৃথিবীতে পাঠানো হয়েছিল।সুতরাও বিজ্ঞানের এ ধারনা পুরোপুরি ভুল।আপনার কি মনে হয়?বিজ্ঞানের ধারনা ঠিক নাকি ভুল?কমেন্টে জানান।


 নিউ ওয়ার্ল্ড নামের কিছু প্রজাতির বানর রয়েছে,যাদের আকড়ে ধরার মতো লেজ রয়েছে।এদের লেজে প্রায় একটি একটি হাতের মতো ক্ষমতা রয়েছে।এই লেজ ব্যবহার করে তারা সহজেই গাছের ডালে ঝুলে থাকতে পারে।এছাড়া বিভিন্ন ভাবে লেজটি ব্যবহার করে থাকে।


ঠিক এরকমি যদি মানুষের শক্তিশালি লেজ থাকতো তবে সেটা দিয়ে মানুষ অনেক কাজ আরো সহজে করতে পারতো,তাই নয় কি?

আপনি হয়তো জেনে থাকবেন,বিলুপ্ত থেরোপড ডাইনোসরের  শক্ত পেশীবহুল লেজ ছিল, যেগুলি দৌড়ানোর সময় একটি রডারের (নৌকার কর্ন)  মতো কাজ করতে পারে ।

 

তবে আমাদের লেজ থাকলে কিছু অসুধাও হতো।যেমনঃচেয়ারে বসা বা কম্বল গায়ে দিয়ে সোয়া।এছাড়া পানিতে বা নদীতে নেমে ডুব দেওয়াও হবে যুকিপূর্ন।কারনঃ পানির নিচে কোন কিছুর সাথে যদি লেজ আটকে জায়।


তবে মানুষ যেহেতু সব সমস্যার মোকাবেলা করতে সক্ষম,তাই এসব সমস্যারও সমাধান করে ফেলতো।অনেকেই মনে করেন মানুষের লেজ থাকলে আরো ভালো হত!আপনি কি ভাবেন?

আমি মনে করি লেজ না থাকাতেই ভালো।কারনঃ সৃষ্টিকর্তা মানুষ সব থেকে সুন্দর করে তৈরি করেছেন।সুতরাং তার চেয়ে কোন মানুষের জ্ঞ্যান বেশি হতেই পারে না।মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন,এটাই সবচেয়ে ভালো।


আজ এপর্যন্তই ।আর হ্যা ,আপনি যদি এরকম আনকমন রহস্যময় অদ্ভুত সত্য খবরা-খবর জানতে চান তাহলে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে jantaparba.com 


Post a Comment

0Comments
Post a Comment (0)