Xiaomi Redmi Note 11 20,000 টাকার মধ্যে সেরা একটি মোবাইল ফোন

0

   Xiaomi Redmi Note 11   20,000 টাকার মধ্যে সেরা একটি মোবাইল ফোন  (   Xiaomi Redmi Note 11  is the best mobile phone for Tk 20,000)


Related keyword


20000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ,Best phone under 20000 in Bangladesh 2022,20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল,Best phone under 20000 in bangladesh 2022,২০০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২,Best gaming phone under 20000 in Bangladesh 2022,best camera phone under 25000 in bangladesh 2022,best phone under 20000 in bangladesh 2022,Best gaming phone under 20000 in Bangladesh 2022,Best gaming phone under 20000 in Bangladesh 2022,20000 to 25000 mobile phone in bangladesh 2022,20000 price Mobile in Bangladesh




Price:


৳18,999 4/64 GB
৳19,999 4/128 GB
৳21,999 6/128 GB


Xiaomi Redmi Note 11



1.   মুক্তির তারিখঃ (Release date)


    মোবাইল ফোনটি রিলিজ হয়  February 9, 2022 তারিখে।


2.  নেটওয়ার্কঃ (Network)


ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক সাপোর্টেড।যা এই দামে অনেক ভালো।


3.  ডিসপ্লেঃ (Display)


ফোনটিতে   6.43 ইঞ্চির AMOLED  Touchscreen   Display দেওয়া হয়েছে।যা এই দামে অনেক ভালো।


ফোনটির ডিসপ্লে  Full HD+ 1080 x 2400 পিক্সেল।যা এই দামে সবচেয়ে সেরা।


4.  ওজনঃ (Weight)


ফোনটির ওজন    179  গ্রাম ।যা, মোটামোটি ঠিকঠাক আছে।এবং যথেষ্ট হালকা, যার ফলে ব্যাবহারে কোনো অসুবিধার সৃষ্টি করবে না।


5.  ভার্সনঃ (Version)


ফোনটির     OS Version  Android 11।যা কিনা বর্তমান সময়ের জন্য সবচেয়ে ভালো।


6.  প্রসেসরঃ (Processor)


ফোনটিতে প্রসেসর হিসেবে  Octa core, up to 2.4 GHz  দেওয়া হয়েছে।এই দামের মাঝে ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।


7.  জিপিইউঃ  (GPU)


   ফোনটিতে GPU হিসেবে থাকছে     Adreno 610  ।এই দামে ভালো।  


8.   চিপসেটঃ (Chipset)


 ফোনটিতে  চিপসেট হিসেবে থাকছে  Qualcomm Snapdragon 680 4G (6 nm)  ।এই দামে সেরা।


9.  র্যামঃ (Ram)


ফোনটিতে 4GB ও 6GB রেম ।দাম অনুযায়ী মুটামুটি ভালো রেম দেওয়া হয়েছে।



10.  রোমঃ ( Rom)


  64GB ও 128GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে মুটামুটি ভালো।


11.   পিছনের ক্যামেরাঃ (Rear camera)


পিছনে  Quad 50+8+2+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো   PDAF, LED flash, f/1.8, 1/2.76″, 0.64µm, ultrawide, macro, depth  ইত্যাদি।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য  Full HD (1080p) এর সুবিধা রয়েছে।পিছনের ক্যামেরা যথেষ্ট ভালো দেওয়া হয়েছে।যা অনেক ভালো ছবি তুলতে সক্ষম।তবে ভিডিও রেকর্ডিং এর জন্য 4k দিলে ভালো হতো।


এগুলোও পরতে পারেন

  10,000-20,000 টাকার সকল মোবাইল 

  20,000-30,000 টাকার সকল মোবাইল 

 30,000-40,000 টাকার সকল মোবাইল 

  40,000-50,000 টাকার সকল মোবাইল 

 50,000-60,000 টাকার সকল মোবাইল 

60,000  টাকার  উপরে সকল মোবাইল 


12.  সামনের ক্যামেরাঃ (Front camera)


এবং সেলফির জন্য   13MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।ক্যামেরাটির ফিচার হলো   F/2.5, HDR, 1/3.06″, 1.12µm  ইত্যাদি।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য   Full HD (1080p)   এর সুবিধা রয়েছে।সেলফির জন্য মুটামুটি ভালো একটি ক্যামেরা দেওয়া হয়েছে।


13.  ব্যাটারিঃ (Battery)


ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে   33W ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি   33W ওয়ার্ডের ফাস্ট চার্জার।দাম অনুযায়ী যথেষ্ট ভালো একটি ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ফাস্ট চার্জিং সুবিধাও  অনেক ভালো।ফোনটি 100% চার্জ করতে 60 মিনিট সময় লাগবে। 


সিদ্ধান্তঃ (Decision)


বর্তমানে    20,000 টাকা দামের মধ্যে  মোবাইলটি মোটামোটি অনেক ভালোই।তাছাড়া যথেষ্ঠ ফিচার্জসহ মোবাইলটি পাওয়া যাচ্ছে।এটি বর্তমান বাজারে আসা মোবাইল গুলোর মধ্যে বাছাই করা শীর্ষ স্থানীয় একটি মোবাইল।তো মোবাইলটি আপনার ভালো লাগলে নির্দিধায় কিনে ফেলতে পারেন।


আমাদের পরামর্শঃ (Our advice:)


উপরে দেওয়া  মোবাইল সম্পর্কে আমি সংখিপ্তভাবে বলেছি।এবং আমি চেস্টা করেছি সবচেয়ে ভালো মোবাইলটি তুলে ধরতে।এই  মোবাইলটি যদি আপনার  পছন্দ হয় এবং কিনার জন্য মনস্থির করে থাকেন।তাহলে আমার উপদেশ থাকবে, আপনি মোবাইলটি কেনার আগে অবস্যই আপনার পছন্দ করা মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।এজন্য আপনি Youtube এ আপনার পছন্দ করা মোবাইলটির আনবক্সিং এবং মোবাইলটির ভালো ও মন্দ দিক সম্পর্কে পুরোপুরি জেনে নিবেন।এবং খেয়াল রাখবেন, আমি মোবাইলটার যে প্রাইস দিয়েছে মার্কেটে আপনি এর থেকে অন্তত দুই থেকে তিন হাজার টাকা কমেই পেয়ে যাবেন।যদিও দুকানধাররা আমার দেওয়া প্রাইসের চেয়ে বেশি দাম চাইতে পারে।আপনি অবস্যই দাম যাচাই করে মোবাইল কিনবেন।এবং মোবাইল কেনার সময় আবস্যই মোবাইলের IMEI টি চেক করে দেখবেন এটি  বিটিআরসির ডাটাবেইজে আছে কিনা।যদি থাকে তাহলে মনে করবেন মোবাইলটি বৈধ।এবং কিনে নিবেন।ধন্যবাদ!


Post a Comment

0Comments
Post a Comment (0)