বিটকয়েন কি? বা বিটকয়েন কাকে বলে? বিটকয়েনের দাম BDT =কত

1




চারে পাশে এ কি হলো সুধু  বিটকয়েন নিয়ে কথা সুনি।এই বিটকয়েন আসলে কি? বিটকয়েনের দামিবা কত? বিটকয়েনের দাম কি সব সময় এক রকম থাকে নাকি পরিবর্তন হয়? ইত্যাদি নিয়েই আজকের পোষ্ট লেখা।তো যারা বিটকয়েনের ব বোজেন তারা a-z জানতে পারবেন।


বিটকয়েন কি? বা বিটকয়েন কাকে বলে?


বিটকয়েন  হলো ভার্চুয়াল মুদ্রা। অন্যান্য মুদ্রার মতোই যেমন রুপি, বা ডলার ইত্যাদি। ঠিক এরকমই বিটকয়েনও একটি ডিজিটাল মুদ্রা। এটি অন্যান্য মুদ্রার থেকে সম্পূর্ণ আলাদা কারণ আমরা টাকার মত বিটকয়েন দেখতে বা স্পর্শ করতে পারি না।কারন বিটকয়েন একটি অনলাইন লেনদেন প্রক্রিয়া মাত্র।


আমরা শুধুমাত্র অনলাইন বিটকয়েন একাউন্টে বিটকয়েন সংরক্ষণ করতে পারি। বিটকয়েন 2009 সালে সাতোশি নাকামোটো আবিষ্কার করেছিলেন এবং তারপর থেকে এর জনপ্রিয়তা বাড়ে যায়। বিটকয়েন একটি বিকেন্দ্রীভূত মুদ্রা, যার অর্থ এটি নিয়ন্ত্রণ করার জন্য কোন ব্যাংক বা কর্তৃপক্ষ বা সরকার নেই, অর্থাৎ এর মালিক কেউ নয়।


যে কেউ বিটকয়েন ব্যবহার করতে পারে যেমন আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি এবং এর কোন মালিক নেই, একইভাবে বিটকয়েনেরও কোন মালিক নেই।




বিটকয়েন কেন ব্যাবহার করা হয়?


আমরা অনলাইনে পেমেন্ট করতে বা যেকোনো ধরনের লেনদেন করতে বিটকয়েন ব্যবহার করতে থাকি। বিটকয়েন পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ভিত্তিক কাজ করে যার অর্থ মানুষ সহজেই একে অপরের সাথে সরাসরি কোন ব্যাংক, ক্রেডিট কার্ড বা কোন কোম্পানির মাধ্যমে লেনদেন করতে পারে।


বিটকয়েন লেনদেনে ব্যবহার করার জন্য সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে দক্ষ বলে বিবেচিত । আজকাল অনেকেই অনলাইন ডেভেলপার, উদ্যোক্তা, অলাভজনক সংস্থা ইত্যাদি বিটকয়েন গ্রহণ করছে এবং এই কারণে বিটকয়েন সারা বিশ্বে অর্থ আদান প্রদানের জন্য ব্যবহৃত হচ্ছে।



বিটকয়েনের USD প্রাইস


বিশ্বের সকল মুদ্রার চেয়ে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি।যেমন


1 বিটকয়েন বা 1 BTC= প্রায় $36,500 মার্কিন ডলার। তবে বিটকয়েনের দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়।তো বোজতেই পারছেন বিটকয়েনের কত দাম।


বিটকয়েন বাংলাদেশি টাকায় 


বাংলাদেশি টাকায় 1 বিটকয়েন বা 1 BTC= প্রায় ৳31,34,323.95 টাকা।তবে এরচেয়ে কম বেশিও হয়।

Post a Comment

1Comments
Post a Comment