vivo y21 18,000 টাকার মধ্যে একটি মোবাইল ফোন (vivo y21 is a mobile phone under 18,000 Tk.)
Post Tag
20000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ,Best phone under 20000 in Bangladesh 2022,২০০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২,Best gaming phone under 20000 in Bangladesh 2022,best camera phone under 20000 in bangladesh 2022,15000 to 20000 mobile phone in bangladesh 2022,vivo y21 Full phone specifications, vivo y21 Price, vivo y21 মোবাইল দাম কত, vivo y21 মোবাইল বাংলাদেশ প্রাইস
Price:
৳17,599 ৳18,599 4/64 GB
![]() |
vivo y21 |
1. মুক্তির তারিখঃ (Release date)
vivo y21 মোবাইল ফোনটি রিলিজ হয় August 20, 2021 তারিখে।
2. নেটওয়ার্কঃ (Network)
ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক সাপোর্টেড।যা এই দামে অনেক ভালো।
3. ডিসপ্লেঃ (Display)
ফোনটিতে 6.51 ইঞ্চির IPS LCD Touchscreen Display দেওয়া হয়েছে।যা এই দামে মুটামুটি ভালো।
ফোনটির ডিসপ্লে HD+ 720 x 1600 পিক্সেল।যা এই দামে বেশি ভালো না।
4. ওজনঃ (Weight)
ফোনটির ওজন 182 গ্রাম ।যা, মোটামোটি ঠিকঠাক আছে।এবং যথেষ্ট হালকা, যার ফলে ব্যাবহারে কোনো অসুবিধার সৃষ্টি করবে না।
5. ভার্সনঃ (Version)
ফোনটির OS Version Android 11।যা কিনা বর্তমান সময়ের জন্য ভালো।
6. প্রসেসরঃ (Processor)
ফোনটিতে প্রসেসর হিসেবে Octa core, up to 2.35 GHz দেওয়া হয়েছে।এই দামের মাঝে ভালো একটি প্রসেসর দিয়েছে।আমরা সবাই জানি ফোনটিকে সম্পূর্ন কন্ট্রোল করে এই প্রসেসর।তাই বলা যায় ফোনটির প্রসেসর যেহেতু ভালো অবস্যই ফোনটিও ফাস্ট চলবে ।
এগুলোও পরতে পারেন
10,000-20,000 টাকার সকল মোবাইল
20,000-30,000 টাকার সকল মোবাইল
30,000-40,000 টাকার সকল মোবাইল
40,000-50,000 টাকার সকল মোবাইল
50,000-60,000 টাকার সকল মোবাইল
7. জিপিইউঃ (GPU)
ফোনটিতে GPU হিসেবে থাকছে PowerVR GE8320।এই দামে ভালোই।
8. চিপসেটঃ (Chipset)
ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio P35 (12nm) ।এই দামে বেশি একটা ভালো না।
9. র্যামঃ (Ram)
ফোনটিতে 4GB রেম ।দাম অনুযায়ী মুটামুটি ভালো রেম দেওয়া হয়েছে।
10. রোমঃ ( Rom)
64GB রোম দেওয়া হয়েছে।যা এই দামে মুটামুটি ভালো।
11. পিছনের ক্যামেরাঃ (Rear camera)
পিছনে Dual 13+2 MP ক্যামেরা সেটাপ রয়েছে।ক্যামেরাটির ফিচার হলো PDAF, f/2.2 aperture, LED flash, HDR, macro & ইত্যাদি।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য Full HD (1080p) এর সুবিধা রয়েছে।পিছনের ক্যামেরা যথেষ্ট ভালো দেওয়া হয়নি।
12. সামনের ক্যামেরাঃ (Front camera)
এবং সেলফির জন্য 8 MP একটি ক্যামেরা দেওয়া হয়েছে।ক্যামেরাটির ফিচার হলো F/2.0 aperture ইত্যাদি।এবং ভিডিও রেকর্ডিং করার জন্য Full HD (1080p) এর সুবিধা রয়েছে।সেলফির জন্য মুটামুটি ভালো একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
13. ব্যাটারিঃ (Battery)
ফোনটির ব্যাকাপের জন্য 5000 mAh এর একটি বিশাল বড় ও শক্তিশালি নন-রিমোভেবল ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 18W ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা।এবং সাথে একটি 18 W ওয়ার্ডের ফাস্ট চার্জার।দাম অনুযায়ী যথেষ্ট ভালো একটি ব্যাটারি দেওয়া হয়েছে।এবং ফাস্ট চার্জিং সুবিধাও ভালো।
সিদ্ধান্তঃ (Decision)
বর্তমানে 18,000 টাকা দামের মধ্যে মোবাইলটি মোটামোটি অনেক ভালোই।তাছাড়া যথেষ্ঠ ফিচার্জসহ মোবাইলটি পাওয়া যাচ্ছে।এটি বর্তমান বাজারে আসা মোবাইল গুলোর মধ্যে বাছাই করা শীর্ষ স্থানীয় একটি নয়।তবে মোবাইলটি অনেক বেশি বিক্রি হচ্ছে। মোবাইলটি আপনার ভালো লাগলে নির্দিধায় কিনে ফেলতে পারেন।
আমাদের পরামর্শঃ (Our advice:)
উপরে দেওয়া মোবাইল সম্পর্কে আমি সংখিপ্তভাবে বলেছি।এই মোবাইলটি যদি আপনার পছন্দ হয় এবং কিনার জন্য মনস্থির করে থাকেন।তাহলে আমার উপদেশ থাকবে, আপনি মোবাইলটি কেনার আগে অবস্যই আপনার পছন্দ করা মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।এজন্য আপনি Youtube এ আপনার পছন্দ করা মোবাইলটির আনবক্সিং এবং মোবাইলটির ভালো ও মন্দের বাস্তব ব্যবহারিক দিক সম্পর্কে পুরোপুরি জেনে নিবেন।এবং খেয়াল রাখবেন, আমি মোবাইলটার যে প্রাইস দিয়েছে মার্কেটে আপনি এর থেকে অন্তত দুই থেকে তিন হাজার টাকা কমেই পেয়ে যাবেন।যদিও দুকানধাররা আমার দেওয়া প্রাইসের চেয়ে বেশি দাম চাইতে পারে।আপনি অবস্যই দাম যাচাই করে মোবাইল কিনবেন।এবং মোবাইল কেনার সময় আবস্যই মোবাইলের IMEI টি চেক করে দেখবেন এটি বিটিআরসির ডাটাবেইজে আছে কিনা।যদি থাকে তাহলে মনে করবেন মোবাইলটি বৈধ।এবং কিনে নিবেন।ধন্যবাদ!