আমরা অনেক সময় মোবাইল , বা কম্পিউটারে নেটওয়ার্কের সমস্যার সম্মুখিন হই।তখন সেটা খুবিই বিরক্ত কর।অনেক সময় নেট সমস্যার কারনে কল বা এসএমএস করা যায় না।আবার গুরুত্বপূর্ন কোন ভিডিও প্লে করলে বা অনলাইনে কোন কাজ করার সময় হঠাৎ করেই নেট চলে যায়।এরকম নানান নেটওয়ার্কের সমস্যায় আমরা প্রতি নিয়তই পরি।তাই এর তাৎক্ষনিক কোনো সমাধান করতে পারলে কে না খুশি হবে।নেটওয়ার্কের সমস্যার তাৎক্ষনিক সমাধানের উপায় নিয়ে আমি অনেক খুজাখুজির করলাম।আর যা পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি।
সত্যি কথা বলতে নেটওয়ার্ক সমস্যার কোনো সমাধান নাই। এটা সম্পুর্ন নেটওয়ার্ক কম্পানি বা টাওয়ারের সমস্যা।তবে যদি সাধারনত মোবাইলে কোন কারনে নেট সমস্যা হয় তবে সেটা আপনি ঠিক করতে পারেন।মোবাইলে দুই ভাবে নেট সমস্যা হতে পারে।
১। সফ্টওয়ারের বা কোন সেটিংসের।
এই সমস্যা আপনি নিজেই ঠিক করতে পারেন।সাধারনত মোবাইল রিস্টার্ট দিয়ে বা সিম খুলে আবার লাগিয়ে অথবা সিম সেটিং রিসেট দিয়ে ঠিক করা যায়।আর সফ্টওয়ারে বেশি সমস্যা হলে মোবাইল রেস্টরি বা রিসেট দিলে ঠিক হতে পারে।
২। অভ্যন্তরিন যন্ত্রপাতির।
অভ্যন্তরিন যন্ত্রপাতির কোনো সমস্যা হলে ভাল কোন মোবাইল সার্ভিসার বা মেকার দ্বারা ঠিক করানো যায়।
এছাড়া নেটওয়ার্ক কম্পানি বা টাওয়ারে হালকা সমস্যা(যেমনঃ নেট পাচ্ছে আবার পাচ্ছে না) তা একটি উপায়ের মাধ্যমে কোন রকম চলা যায়।এর জন্য,
প্রথমে মোবাইলে সেটিংসে যান তারপর সিম বা নেটওয়ার্কে ক্লিক করুন।যেই সিমটিতে নেট সমস্যা সেটাতে প্রবেশ করান।এরপর নেটওয়ার্ক টাইপ এটাতে ক্লিক করে 2G করে দিন।ব্যাস এই টুকুই কাজ।3G সিলেক্ট করেও দেখতে পারেন নেট আসে কিনা।তবে 2G তে নেট একদম স্লো হবে।আপনি এতে কল ও মেসেজ করতে পারবেন।এরপর আবার নেট রয়েছে এমন জায়গায় বা কিছুক্ষন পর নেট ঠিক হয়ে গেলে।সেটিংসে যেয়ে আবার আগের মতো 2G/3G/4G/LTE auto নির্বাচন করবেন।মানে টাওয়ারের ক্ষমতা কম থাকলে নেটওয়ার্ক 2G করে ব্যবহার করা যায়।