মোবাইল ফোন ব্যাবহারে দক্ষতা অর্জন করার উপায়।

0

 





বর্তমানে মোবাইল ফোন দেখে নাই এমন লোকতো খুজে পাওয়া যাবেই না।বরং মোবাইল ব্যাবহার করে নাই এমন লোক খুজে পাওয়াটাইতো কষ্টসাধ্য বেপার।যতই দিন যাচ্চে মানুষ ততই তথ্য প্রযুক্তির ব্যাবহার বেশি করতাছে।তার সাথে সাথে মোবাইল ফোনের ব্যাবহারও বাড়ছে।এখন মোবাইল দিয়ে কিনা করা যায়।তাছাড়া বর্তমানের স্মার্টফোন গুলোতে হাজারো নতুন ফিচার্জে ভরপুর।এই ফিচার্জ গুলো ব্যাবহার করে অনেক বড় এবং কঠিন ও সময় সাপেক্ষ কাজ গুলোও অনেক সহজেই করা যায়।


মোবাইল দিয়ে যদিও অনেক কিছুই করা যায়।কিন্তু এর সঠিক ব্যাবহার ও পর্যাপ্ত দক্ষতার অভাবে আমরা মোবাইল ফোনের সুফল নিতে পারিনা ।অথবা নিজের দক্ষতার অভাবের কারনে অন্যের ধারপান্ত হতে হয়।আমরা অনেকেই আজও বিশ্বাস করতে পারিনা মোবাইলের এই ব্যাবহার গুলোকে।অনেকেই মনে করে এগুলো সব ভুয়া।কিন্তু না ! মোবাইল ফোন ব্যাবহার করে সত্যিই অনেক কিছু করা যায়।এমন কি কম্পিউটারের বিকল্প ভাবতে পারেন মোবাইল ফোনকে।


মোবাইল ফোন ব্যাবহারে দক্ষতা অর্জন করা খুবিই সহজ।কিন্তু একটু সময় সাপেক্ষ।আপনি দু এক দিনেই  মোবাইল ফোন ব্যাবহারে দক্ষতা অর্জন করতে পারবেন না।প্রতি দিনই নতুন নতুন কিছু কিছু শিখে ধিরে ধিরে দক্ষতা অর্জন করতে হবে।মোবাইল ফোন ব্যাবহারে দক্ষতা অর্জনের জন্য কয়েকটি টিপস হলোঃ


কিভাবে মোবাইল ফোন ব্যাবহারে দক্ষতা অর্জন করা যায়?


মোবাইল ফোনে দক্ষতা অর্জন করতে হলে মোবাইলের  খুটিনাটি বিষয়ে জানতে হবে।এরজন্য আপনি বিভিন্ন পোষ্ট ও ইউটিউব ভিডিও দেখে সিখে নিতে পারেন।  

উদাহরনসরুপঃ মনে করুন আপনি জানেন না কিভাবে ফেসবুক একাউন্ট খুলতে হয়।তখন আপনি গুগল বা ইউ টিউবে সার্চ করে দেখে নিতে পারেন কিভাবে ফেসবুক একাউন্ট খুলতে হয়।এরকম ভাবে যে কোন প্রয়োজনে গুগল বা ইউ টিউবে সার্চ করে দেখে শিখে নিতে পারেন।এবং মোবাইল সম্পর্কিত টিপস এন্ড ট্রিকস গুলো দেখে দক্ষতা অর্জন করতে পারেনএ বিষয়ে আমার অন্য পোষ্ট রয়েছে চাইলে দেখতে পারেন।


আরও পরুন 



মোবাইল ব্যাবহারে দক্ষতা অর্জন করতে কিছু টিপস


১। ইংরেজি ও বাংলায় পর্যাপ্ত দক্ষতাঃ


মোবাইলের মেইন ভাষা যেহেতু ইংরেজি সেহেতু ইংরেজিতে দক্ষতা না থাকলে মোবাইল ব্যাবহার করাটা কষ্টসাধ্য হয়ে যাবে।যদিও মোবাইলের ভাষা বাংলাও করা যায়।তবে বাংলা ভাষায় মোবাইল ব্যাবহারের চেয়ে ইংরেজি ভাষায় সহজবোধ্য হয়।কেননা বিশ্বের সবচেয়ে সহজ ভাষা ইংরেজি সুতরাং ইংরেজিতে দক্ষতা থাকা অনেক জরুরি।এছাড়া শিক্ষা বিষয়ে বা বিভিন্ন বাংলা বিষয়ে পড়তে ও বোজতে হলে বাংলায়েও পর্যাপ্ত ধারনা তথাকতে হবে।


২।  মোবাইলের খুটিনাটি বিষয়ে দক্ষতাঃ


মোবাইলের খুটিনাটি বিষয়ে জানতে হবে।মোবাইলের সাধারন ব্যাবহার গুলো সম্পর্কে ভালো করে জানতে হবে।মোবাইলের কোন ফিচার্জের কাজ কি কোনটা দিয়ে কি করা যায় ইত্যাদি বিষয়ে জানতে হবে।আপনি বিভিন্ন টিপ্স এন্ড ট্রিক্স গুলো দেখে দেখে শিখতে পারেন।এবং আপনার বন্ধু বান্ধব ও মোবাইল ব্যাবহারে দক্ষ এমন লোকদের থেকে কিছু শিখার চেষ্টা করতে হবে।আপনি যে বিষয়ে নতুন কিছু শিখবেন সেটা ভালো করে সিখে রাখবেন যেন কখনো না ভুলেন।এবং সব সময় নতুন  কিছু শিখার চেষ্টা করুন।


৩।  মেধার সঠিক প্রয়োগঃ


আপনার মেধা খুব বেশি প্রয়োজন নেই।যেটুকু আছে সেটুকুর সঠিক প্রয়োগ করেন । কোনো বিষয়ে বোজতাছেন না নিরবে মনুযোগ দিয়ে ভাবুন।দেখবেন একটা না একটা উপায় ঠিক চলে আসবে।


৪।  ইনটারনেট ব্যাবহারে দক্ষতাঃ


ইনটারনেট ব্যাবহারে দক্ষতা অর্জন করা অনেক জরুরি।কেননা বর্তমানে আমরা মোবাইলের ব্যাবহার করি ইনটারনেটে।এবং আমাদের দৈনন্দিন জীবনের বেশির ভাগ প্রয়োজনেই ইনটারনেটের সাহায্য নিয়ে থাকি।তাই ইন্টারনেট ব্যাবহারে পর্যাপ্ত দক্ষতা অর্জন করতে হবে।


আরও  পরুন


10,000-15,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021


20,000-25,000 টাকায় সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল 2021


অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করুন 2021 (A-Z) সম্পূর্ন, বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সবকিছু বিস্তারিত ভাবে জানুন


খুব গুরুত্ব পূর্ন ১৫ টি এন্ড্রয়েড অ্যাপ-যে অ্যাপ গুলো প্রায় সবারিই প্রয়োজন হয়। 


Android Tips.অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ন ২০টি টিপস। 


অনলাইনে ইনকাম ২০২১ : অনলাইনে টাকা আয় করার ১০০% সঠিক উপায়


৫।  মোবাইল সম্পর্কে সঠিক ধারনাঃ


বেশির ভাগ মানুষেরি মোবাইল সম্পর্কে সঠিক ধারনা নেই।অনেকেই মনে করে মোবাইল ফোন সুধু কল করা, ভিডিও দেখা, ছবি তুলা, গেম খেলা,  এবং ফেসবুক ব্যাবহার করা যায় ! আরকিছু করা যায় না। কিন্তু প্রকৃত পক্ষে এছাড়াও মোবাইলের হাজারো ব্যাবহার হয়েছে।এক কথায় আমাদের দৈনন্দিন সকল কাজেই কোনো না কোনো ভাবে মোবাইলের ব্যাবহার করে সাহায্য নেওয়া সম্ভব।তাই বিভিন্ন ভাবে জানুন মোবাইল সম্পর্কে।


উপরে যেভাবে বলেছি সেভাবে সবকিছু করতে থাকুন অবস্যই আপনি মোবাইল ফোন ব্যাবহারে দক্ষতা অর্জন করতে পারবেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)